দুগ্ধস্নাতা সানি
দুধে
স্নান করলেন সানি লিওন।
শুনে
একটু অবাক হচ্ছেন তো। আরে
না না এখনই চোখ
কপালে তুলবেন না।
এই স্নান সেলুলয়েডের
পর্দায়।
খুব
তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে
'লীলা এক পহেলি '. সেখানেই
সানি-কে দেখা যেতে
চলেছে নায়িকা হিসেবে। আর
এই দুধ-স্নানও সেই
ছবির-ই প্রয়োজনে।
ছবিতে
সানি লিওন থাকবেন আর
সেখানে কোনো চমক থাকবে
না! তাও আবার হয়
নাকি। সানি
মানেই বৈচিত্র্য।
সানি মানেই নতুনত্ব।
একেই
তো মন্দার বাজার। লোকে
খাওয়ার জন্যই
দুধ পায়না। সেখানে
কী না দুধে স্নান
তাও আবার ১০০ লিটার
দুধে। হেন
এমনতর দৃশ্যই দেখা যাবে
ছবিতে।
এই
ছবিতে সানি-কে দেখা
যাবে সম্পূর্ণ ভিন্ন রূপে।
নতুন ছবি
নিয়ে দারুন উত্তেজিত তিনি।
নাহলে আর কেউ রাজস্থানের হাড়
কাঁপানো শীতে ১০০ লিটার
দুধে স্নান করতে রাজি
হয়ে যান। আসলে সানি এমনই। ছবির
প্রয়োজনে কষ্ট করতে বিন্দুমাত্র
ক্লান্তি নেই এই নায়িকার।
তবে
সদয় পরিচালক। সানি-র কষ্ট
লাঘবে দুধের সঙ্গে কুসুম
কুসুম গরম জল মিশিয়ে
দিতে বলেছিলেন তিনি। তবুও সানি ম্যাডামের
গায়ে একটু এলার্জি-র
সমস্যা দেখা দিয়েছিল। তবুও
সানি হার মানেননি।
ইতিহাস
সাক্ষী যুগে যুগে নারীর
স্নানদৃশ্য সে ধারাস্নান-ই
হোক কি দুধ্স্নান , হৃদপিন্ডের
লাব ডাব বাড়িয়ে দিয়েছে
পুরুষের।
এবারে কি তার-ই
পুনরাবৃত্তি হতে চলেছে ! কে
জানে ! তবে নায়িকা যখন
সানি, তখন কুছ ভি
হ সকতা হ্যায়।
দেখা
যাক 'এক পহেলি লীলা'
ছবিতে লাস্যময়ী সানির দুধ্স্নাতা দেহবল্লরী
ও অভিনয়ের মনিকাঞ্চন যোগে দর্শকের হৃদয়
কতটা দোলে।