Header Ads

Breaking News

বাপ রে বাপ

বাপরে  বাপ
 ধন্যি অভিনয়
প্রাচী পাঠক-কে দেখে ভয় পেয়ে গেল এক খুদে

প্রাচী পাঠক নামটা বোধহয় ঠিক পরিচিত ঠেকছে না, তাই তো  একটি বেসরকারী চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক 'উড়ান' --- সেখানে তেজস্বিনী নামক এক খল নারী চরিত্রে অভিনয় করছেন প্রাচী  এবারে  নামটা চিনতে খুব অসুবিধা হবার নয়

তেজস্বিনী চরিত্রে ইতিমধ্যেই যথেষ্ট সাড়া জাগিয়েছেন প্রাচী  যাক গে রাউন্ড না মেরে আসল ঘটনাটার কথা বলি  'উড়ান' ধারাবাহিকের সেটে ছোট্ট স্পন্দন তথা চকোরকে ভয় দেখাচ্ছে তেজস্বিনী  এমন দৃশ্যের শুটিং চলছিল  তা ভালো চলুক না  কিন্তু ইতিমধ্যে শুটিং সেটে সকলের চোখ এড়িয়ে কখন ঢুকে পড়েছে  এক খুদে  আর পড়বি তো পড় তার চোখেই পড়ে গেল গোটা সিনটা  আর তখন- হয়ে গেল মুশকিল

পুছো কিউ ? সে তো আর অত কিছু বোঝে না সে তো শুধুই বুঝলো যে ভয়ংকরী এক মহিলা একটা ছোট মিষ্টি মেয়েকে ভয় দেখাচ্ছে তার উপর অত্যাচার করছে ব্যাস আর যাবে কোথায় সেই খুদের চোখ বেয়ে ভয়ে , রাগে , দুঃখে সব মিলিয়ে অঝোরে জল  পড়া শুরু হলো

জল অবশ্য বেশিদূর গড়ায়নি চকোর তথা স্পন্দন- গোটা ব্যাপারটাকে সামলে দেয় নিজে  দায়িত্ব  নিয়ে সেই খুদেকে পুরো বিষয়টা বুঝিয়ে দেয়

পুরো ঘটনাটা দেখে প্রাচীর প্রতিক্রিয়া কি ? ''ওরে বাবা ! বাচ্চাটা তো ভেবেই নিয়েছিল যে আমি সত্যিকারের একজন খারাপ মানুষ  পরে স্পন্দন ওকে আসল ব্যাপারটা বুঝিয়ে দিলে তবে শান্তি এবারে হয়ত সব খুদেরাই আমাকে ঘৃনা করতে শুরু করবে  ''   এমনটাই বক্তব্য প্রাচীর 

খুদের প্রতিক্রিয়া দেখে একটু চিন্তিত হলেও 'উড়ান' ধারাবাহিকে নিজের চরিত্র নিয়ে দারুন  সিরিয়াস এই অভিনেত্রী নেগেটিভে চরিত্র করতে ভারী ভালবাসেন প্রাচী  কিন্তু পজিটিভ চরিত্রেও তাঁর অভিনয় রীতিমত উল্লেখযোগ্য যা দেখে আগেও মুগ্ধ হয়েছেন দর্শকরা  তবে সব দেখে শুনে এটা কিন্তু বলতেই হচ্ছে যে তেজস্বিনী রূপে  প্রাচী লাজবাব