Header Ads

Breaking News

একসঙ্গে ডিনার বিরাট-অনুষ্কার

সম্প্রতি আইএসএল-এ পুনে বনাম গোয়ার ম্যাচে একসঙ্গে দেখা গিয়েছিল বিরাট কোহলি-অনুষ্কা শর্মাকে। ফের একসঙ্গে ডিনারে দেখা গেল এই জুটিকে। ছবিতেই স্পষ্ট কতটা প্রেমে হাবুডুবু খাচ্ছেন তাঁরা।
 কানাঘুষো শোনা যাচ্ছে ২০১৫ বিশ্বকাপের পরই বিয়ে করবেন এই 'হট কাপল'। আর তাই বোধ হয় এখন আর লুকোচুরি নয় বরং পাবলিকের সামনে একসঙ্গে ঘুরছেন বিরাট-অনুষ্কা। 
কয়েকদিন আগেই দুজনে মিলে হাসপাতালেও যান। যা নিয়ে ইতিমধ্যেই অনেক গুজব রটতে শুরু করেছে। এরপরই দুই পরিবারের বিয়ের দিনক্ষণ ঠিক করা। কোথাও কি যোগসূত্র রয়েছে এই দুইয়ের মধ্যে ?  যাক সেসব কথা এখন থাক। আপাতত খবরের সত্যতা বিরাট-অনুষ্কার মুখ থেকেই শোনার অপেক্ষায় সকলে।

No comments