Header Ads

Breaking News

চুমুতে রেকর্ড স্বস্তিকা-সুশান্তের

এক চুমুতেই বাজিমাত করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি দিবাকর ব্যানার্জীর 'ব্যোমকেশ বক্সী' ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা গিয়েছে স্বস্তিকাকে। আর এটাই নাকি এখনো অবধি বলিউডের সবচেয়ে দীর্ঘক্ষণ চুম্বনের দৃশ্য। 
তবে শুরুতে সুশান্তকে এত দীর্ঘ সময় ধরে চুমু  খাওয়ার ব্যাপারে কিছুই জানাননি পরিচালক। পর্দায় দৃশ্যটি স্বাভাবিকভাবে ফুটিয়ে তোলার জন্য স্বস্তিকাকে আড়ালে নিয়ে গিয়ে সমস্তটা জানান দিবাকর। এরপর সিন শুরু হওয়ার সঙ্গে স্বস্তিকা তাঁকে চুমু খেতে শুরু করলে সুশান্ত হতবম্ব হয়ে যান, পরে অবশ্য দৃশ্যটি দেখে নাকি হাসি চাপতে পারেননি রাজপুত। এখন দেখার এই দৃশ্য দর্শকরা কতটা উপভোগ করতে পারেন। তবে এই চুমু দিয়ে বলিউডেও যে সাড়া ফেলে দিলেন বাংলার অভিনেত্রী তা বলার অপেক্ষা রাখে না। 

No comments