কলকাতা গ্লিটজ অ্যাওয়ার্ডস ২০২২-সেরা পাঁচ জুটি
কলকাতা গ্লিটজ অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা জুটির বিভাগে কোন পাঁচ জুটি নমিনেশন পাবে তা ঠিক হয়ে গেল। গত তিনদিন ধরে চলছিল ভোটিং। মোট ১২টি জুটি ছিল। আর সেই ভোটিং এ সর্বোচ্চ ভোট পেয়েছে মিঠাই সিরিয়ালের সৌমিত্রিশা-আদ্রিত জুটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দ্বিতীয় হয়েছে মন ফাগুন সিরিয়ালের শৃজলা -শন জুটি। এছাড়া বাকি তিনটি জুটি হল গ্রামের রানী বীণাপানি সিরিয়ালের আনমেরি-হানি, জীবনসাথী সিরিয়ালের দিয়া-সায়ন ও বরণ সিরিয়ালের ইন্দ্রানী-সুস্মিত। এই পাঁচ জুটির মধ্যে হবে ফাইনাল ভোটিং। আর সেই ফাইনাল ভোটিংয়ে যে জয়ী হবে সেই জুটিই পাবে কলকাতা গ্লিটজ অ্যাওয়ার্ডস ২০২২ এর সেরা জুটির তকমা।
No comments