Header Ads

Breaking News

প্রথম পর্বের ভোটিং শুরু ৩১শে জুলাই

 

আগামী ৩১শে জুলাই থেকে শুরু হচ্ছে কলকাতা গ্লিটজ আওয়ার্ড ২০২১-এর ভোট পর্ব।  সোশ্যাল মিডিয়ায় গত বছর এই ভোটিং নিয়ে ফ্যানদের মধ্যে যে উত্তেজনা ছিল তা সকলেরই জানা। আর সেই কারণেই, গতবারের মতোই কয়েকটি বিভাগে এবারেও পাবলিক ভোটিং রাখা হয়েছে। পপুলার জুটি নিয়ে ফ্যানদের মধ্যে উৎসাহ গতবার একটু বেশি দেখা গিয়েছিলো। আর সেইজন্যই এবারে ফ্যানদের নমিনেশনের মাধ্যমেই সেরা আট জুটিকে সিলেক্ট করা হয়েছে।

এই বছর দু'ভাগে ভোটিং চলবে। প্রথম পর্যায়ের ভোটিং শুরু হবে ৩১শে জুলাই দুপুর ১২টা থেকে। প্রথম পর্যায়ের ভোটিং শেষ হবে ৯ই অগাস্ট রাত ১১টা ৫৯' এ। এরপর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের ভোটিং। তবে তার দিনক্ষণ পরে জানানো হবে। তাই অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার, তারপরই শুরু হবে ফ্যানদের মহারণ। ভোট দেওয়ার কোনো লিমিট এবারেও থাকছে না, তাই একজন ফ্যান গতবারের মতো এবারেও যত খুশি ভোট দিতে পারবেন। আরো আপডেট পেতে চোখ রাখুন কলকাতা গ্লিটজের  ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজে।


1 comment:

  1. How to Play Baccarat Online - Wolverione
    Learn how to play Baccarat online. It is the first online baccarat game that you've ever 로투스 바카라 중계 사이트 played. In many ways it's an online version of the game of the

    ReplyDelete