Header Ads

Breaking News

ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন বিরাট কোহলি



সোমবার কোভিড ১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন বিরাট কোহলি। এদিন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের স্টোরিতে সেই ছবি পোস্ট করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। পাশাপাশি যত দ্রুত সম্ভব সকলকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ করেন তিনি। 'দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন নিয়ে নিন। নিরাপদে থাকুন,' ইন্সটা  স্টোরিতে লেখেন ক্যাপ্টেন কোহলি। এদিন ভ্যাকসিন নিলেন আরেক তারকা ক্রিকেটার ইশান্ত শর্মাও। এর আগে ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেছেন শিখর ধাওয়ান এবং অজিঙ্কা রাহানেও। 

1 comment:

  1. As mentioned, reside casinos offer you and other players 메리트카지노 the opportunity to interact with play with real-life dealers with out having to truly go to a land-based casino. Instead, you’ll simply have to look at a real-time reside stream featuring a captivating vendor and a casino table. With the surge in recognition of Live Dealer games, many gaming providers have began to add this game type to their platform. Spreading Live Dealer has turn into the rule, and now not the exception.

    ReplyDelete