Header Ads

Breaking News

"ভালো করলেই ভালো হবে"-রিজওয়ান রব্বানি শেখ

এখনও পর্যন্ত সবচেয়ে আনন্দের মুহূর্ত ? 
প্রথমবার যখন আমি  Snowfall দেখি। সেটা ছিল সুইজারল্যান্ডে। লুজার্ন থেকে ইন্টারলেকেন যাচ্ছিলাম। অপূর্ব দৃশ্য ছিল।

মনে রাখার মতো পাওয়া উপদেশ যা তুমি এখনও মেনে চলো? 
"Do good, get good." ভালো করলেই ভালো হবে।
 

 শুটিং না থাকলে কীভাবে সময় কাটাও?
অনেককিছুই করি। ছবি আঁকি, গিটার বাজাই,বই পড়ি, সিনেমা দেখি। আর সঙ্গে মায়ের হাতের রান্না।  

  সেরা উপহার কী পেয়েছ?
ছোটবেলা থেকেই জন্মদিনে মা বাবার থেকে কিছু না কিছু গিফট পেতাম। এছাড়া নতুন ক্লাসে উঠলেও গিফট পেতাম। সম্প্রতি দুবাই থেকে মা বাবা আমার জন্য a pair of earrings নিয়ে এসেছে যেটা আমি এখনও শুটিংয়ে পড়ি। এটা আমার কাছে খুব স্পেশ্যাল।
 

 এমন কোনো তথ্য যা দর্শকরা তোমার সম্পর্কে এখনও জানেন  না?
I am scared of lizard. ওটা দেখলে আমি দশ ফুট দূরে পালিয়ে যাই।


তোমার জীবনের আদর্শ কে?
A.P.J Abdul Kalam.অভিনয়ের দিক থেকে অমিতাভ বচ্চন। 

  এমন কোনো ঘটনা যার জন্য আফসোস হয়?
হ্যাঁ প্রথমবার যখন অমিতাভ বচ্চনের সঙ্গে সামনাসামনি দেখা হয়, তখন এতটাই  thrilled হয়ে গিয়েছিলাম যে কথা হওয়া সত্ত্বেও ছবি তুলতে ভুলে গিয়েছিলাম।
 

 কোনো একটা অবাস্তব স্বপ্ন?
অমিতাভ বচ্চন, আল পাচিনো ও কেট উইন্সলেটের সঙ্গে কাজ করছি।

 সবথেকে বেশি স্যাটিসফেকশন কীসে পাও?
নতুন কিছু শিখতে পারলে।
 

 তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি কে?
সবাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার বন্ধু বান্ধব, যাদের সঙ্গে কাজ করি, যারা আমায় পছন্দ করে সকলেই। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অবশ্যই আমার মা বাবা।

No comments