Header Ads

Breaking News

চুম্বন দৃশ্যে সারা-কার্তিকের ভিডিও ভাইরালঅনেকদিন ধরেই শোনা যাচ্ছিল একসঙ্গে ছবি করছেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। সম্প্রতি কফি উইথ করণে এসে সেকথা জানান করিনা কাপুর খানও। ইমতিয়াজ আলির লাভ আজ কাল ছবির সিক্যুয়েল-এ দেখা যাবে এই জুটিকে। সোমবার থেকেই দিল্লিতে শুটিং শুরু হয় ছবির। এরপরই টুইটারে কার্তিকের এক ফ্যান পোস্ট করেন ছবির শুটিংয়ের একটি সিন্। যেখানে একটি রোম্যান্টিক গানে অন্তরঙ্গ দৃশ্যে দেখা যাচ্ছে এই হট কাপলকে। এই মুহূর্তে 'টক অফ দি টাউন' সারা-কার্তিক জুটি। তাঁদের একসঙ্গে দেখার জন্য ফ্যানদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। তাই ভিডিওটি পোস্ট হওয়ার পর তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। রইল সেই ভিডিও

No comments