Header Ads

Breaking News

ফের একসঙ্গে রণবীর দীপিকা যতবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দর্শকদের মন জয় করেছেন। বলিউডের অন্যতম হট জুটি রণবীর কাপুর দীপিকা পাডুকোন। দুর্দান্ত কেমিস্ট্রি। চার বছর আগে তামাশা ছবিতে জুটি বেঁধেছিলেন তাঁরা। তারপর আর একসঙ্গে দেখা যায়নি। অফস্ক্রিন সম্পর্ক না টিকলেও অনস্ক্রিন তাঁদের আবার কবে দেখা যাবে তাই নিয়ে আশায় ছিলেন ফ্যানেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান। ফের একসঙ্গে রণবীর দীপিকা। হোক না বা তা একটি বিজ্ঞাপনের জন্যই। এশিয়ান পেন্টেস-এর এই বিজ্ঞাপনের ভিডিও, ছবি শেয়ার হওয়ার পর তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। এই জুটিকে একসঙ্গে দেখার উৎসাহ যে দর্শকদের মধ্যে আজও একইরকম রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। রইল সেই বিজ্ঞাপনের ভিডিও- 

                  

No comments