হৃত্বিকের 'কমিক বুক'
বলিউডের ড্যাডি কুলদের মধ্যে অন্যতম তিনি। ছেলেদের সঙ্গে বিদেশে ছুটি কাটানো থেকে শুরু করে ছেলের জন্মদিনে কবিতা লেখা, কোনোকিছুতেই পিছিয়ে নেই হৃত্বিক রোশান। এবারে ছেলে রেহান ও হৃদানের জন্য আস্ত একটা কমিক বই বানাচ্ছেন পাপা রোশান। যা জীবন সম্পর্কে ছেলেদের গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে। আর এই বইতে গল্প লেখার পাশাপাশি সব ছবি নিজেই আঁকছেন তিনি। তবে এই কমিক বই শুধুমাত্র তাঁর ছেলেদের জন্যই। বলতেই হয় পাপা রোশনের এ এক অভিনব উদ্যোগ।
No comments