Header Ads

Breaking News

আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সুলুক সন্ধান

পরিবারে কর্তা চাকরি করেন  গিন্নিও কর্মরতা তা সত্ত্বেও যতটা আর্থিক সমৃদ্ধি, যতটা সচ্ছলতা থাকবার কথা , ততটা হয়ে উঠছে না  অর্থ সঞ্চয় তো হয়- না  উপরন্তু জলের মত অর্থ খরচ হয়ে যায়  পরিবারের সকলে ভেবেও এর সঠিক কারণ নির্ণয় করতে পারেন না  এর মূলে রয়েছে বাস্তুশাস্ত্র  আজকের পাতায় রইলো বাস্তুবিধি অনুসারে আর্থিক সচ্ছলতা বৃদ্ধির সুলুক সন্ধান 


ক্যাশ বাক্স , আলমারি লকারে লাগানো থাকুক আয়না  আয়না সব কিছুকে প্রতিবিম্বিত করে  অর্থাৎ তা সৌভাগ্য অর্থকেও দিগুন করবে 
ড্রেনেজ পাইপ অফিসবাড়ি বা ফ্যাক্টরির পূর্ব বা উত্তর দিকে লাগানো থাকলেই ভালো 

ঘরে কাঁচের জানলা বা কাঁচের অন্যান্য জিনিসপত্র থাকলে তা যেন পরিষ্কার থাকে  কেননা অপরিচ্ছন্ন কাঁচ অর্থের আগমনের ক্ষেত্রে বাধা সূচিত করে 

বাড়িতে থাকুক মাছ ভর্তি একুইরিয়াম  এতে মাছদের অহরহ আনাগোনা পরিবারের আর্থিক সমৃদ্ধিকে আমন্ত্রণ জানায় 


 বেগুনি তথা পার্পল এমন এক রং যা সম্পদকে প্রতীকায়িত করে তাই অফিস বাড়িতে কোনো বেগুনি রঙের গাছ রাখতে পারলে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা  আর যদি মানি প্ল্যান্ট কেনার ইচ্ছে হয়  তবে তা কিনে বেগুনি রঙের পাত্রে রাখুন  তবে ওই পাত্রটি ঘরের দখিন-পূর্ব কোণে রাখতে ভুলবেন না যেন 

    লিখলেন ময়ুমী গুপ্ত