চেতনের কামব্যাক
চেতন হংসরাজ ফিরতে চলেছেন 'যোধা-আকবর' ধারাবাহিকে।
খবরটা পড়ে ভাবছেন নির্ঘাত ভুল খবর। আরে যে লোকটা থুড়ি যে চরিত্রটা মারা গেল থুড়ি আকবর যাকে নিজের হাতে নিষ্ঠুর ভাবে শাস্তি দিল , সে আবার ফিরে আসে কিভাবে ? যতদুর ইতিহাস পড়া আছে তাতে জানেন যে মাহম অনগার কোনো জুড়ুয়া বেটা ছিল না। তাহলে ? নাহ ! গল্পের গরু সত্যি গাছে উঠছে।
না না এমনটা একেবারেই ভাববেন না। চেতন হংসরাজ ফিরছেন তবে আদম খান হিসেবে নয় , তার ছেলে অর্থাৎ মাহম অনগার নাতি হায়দার-এর চরিত্রে। চেতনের অসাধারণ অভিনয় ও জনপ্রিয়তার কথা মনে রেখে চ্যানেল কর্তৃপক্ষ হায়দার চরিত্রে চেতন ছাড়া আর কারুকে ভাবতেই পারেননি।
হায়দার চরিত্রে-র মাধ্যমে এই ধারাবাহিকে ফিরতে পেরে দারুন খুশি চেতন। হায়দার চরিত্রের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন চরিত্রটি একেবারে অন্যরকম। হায়দার একদিকে আকবরকে ঘৃনা করে। কারণ সে জানে সম্রাট তার পিতার হত্যাকারী। অন্যদিকে সে
যুবরাজ সেলিমের ভালো বন্ধু। এরকম একটি চরিত্রকে ফুটিয়ে তোলা বড় সহজ হবে না। এমনটাই মনে করেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। তবে চ্যালেঞ্জ নিতে
যে তিনিও প্রস্তুত তা স্পষ্ট চেতনের কথায়।
একই মুখ, নতুন চরিত্র। হায়দার কি তার আব্বুর থেকেও খতরনাক হবে ? না সম্পূর্ণ অন্য রকম এক চরিত্রে চেতনকে দেখতে পাবেন দর্শকরা ? এ প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দিতে পারে।