ফের বিজয়োৎসব শহরে
আইপিএল-এ চ্যাম্পিয়ন হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সকে রাজকীয় সংবর্ধনা দিয়েছিল রাজ্য সরকার। আইএসএলেও সেরার খেতাব পেয়েছে কলকাতা। ফাইনালে সচিনদের হারানোর পর সকলের মনেই প্রশ্ন জেগেছিল যে একইভাবে অ্যাটলেটিকো দে কলকাতা টিমকেও কি সংবর্ধনা দেওয়া হবে ? তবে রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে অনেকেই ভেবেছিলেন সৌরভদের বোধ হয় সেই চান্স নেই। কিন্তু দিদির 'সিটি অফ জয়' -এ ফুটবল প্রেমীরা এই 'জয়' থেকে কিভাবে বঞ্চিত থাকতে পারেন?
তাই ২৪ ডিসেম্বর দুপুর ১ টার সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে অ্যাটলেটিকো দে কলকাতাকে। এমনটাই নিজের ফেসবুক পেজ-এ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সুতরাং ফের একবার রাজকীয় সংবর্ধনার সাক্ষী থাকতে চলছে তিলোত্তমা। তবে এবারের বিজয়োৎসব কতটা আনন্দ দিতে পারে দর্শকদের, আপাতত সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
তাই ২৪ ডিসেম্বর দুপুর ১ টার সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনা দেওয়া হবে অ্যাটলেটিকো দে কলকাতাকে। এমনটাই নিজের ফেসবুক পেজ-এ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সুতরাং ফের একবার রাজকীয় সংবর্ধনার সাক্ষী থাকতে চলছে তিলোত্তমা। তবে এবারের বিজয়োৎসব কতটা আনন্দ দিতে পারে দর্শকদের, আপাতত সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।