Header Ads

Breaking News

ব্রণর সমস্যা থেকে রেহাই

তৈলাক্ত ত্বকে নাকি সহজে বয়সের ছাপ পড়ে না চল্লিশ পেরোলেও শুষ্কতার আধিক্য সহজে পীড়িত করে না এককথায় তৈলাক্ত ত্বকের অধিকারিনীদের দারুন মজা কিন্তু সত্যি কি তাই ? তৈলাক্ত ত্বকের কিছু সুবিধা থাকলেও এর ঝক্কিও কিছু কম নয় যার মধ্যে অন্যতম হলো ব্রণর সমস্যা Kolkata GlitZ- এর পাতায় আজ রইলো ব্রণ-  মোকাবিলার সুলুক সন্ধান 



ব্রণর উৎপাত :

তৈলাক্ত ত্বকে সমস্যাটা একটু বেশি দেখা দেয় সে ফাংগাল ইনফেকসন হোক কি ব্রণর সমস্যা যেকোনো ঋতুতেই হোক না কেন তৈলাক্ত ত্বকের মানুষজনের স্বস্তি নেই মুখে অনবরত ঘাম জমতে থাকে ফলে ত্বক ক্রমশ আরো তেলতেলে হয়ে উঠতে থাকে আর কাজের চাপে সবসময় মুখ ধুয়ে ফেলাও সম্ভব হয় না ফলে ব্রণ-  সমস্যা  আর তৈলাক্ত ত্বকে ব্রণ-   উৎপাত অন্য ধরনের ত্বকের তুলনায় বেশি  তবে ঘাবড়ানোর কিছু নেই  সমস্যা থাকলে তার সমাধানও থাকবে 
         

 প্রথমে মুখ পরিষ্কার করে নিন এরপর হলুদ গুড়োর সঙ্গে সামান্য জল লেবুর রস মিশিয়ে নিন তারপর তা ব্রণ- উপর ঘন করে লাগিয়ে রাখুন পনের মিনিট রেখে ধুয়ে ফেলুন  ব্রণ ধীরে ধীরে কমতে থাকবে তাছাড়া মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমাতেও এই মিশ্রণটি বিশেষ উপকারী  প্রতি রাত্রে ঘুমোতে যাবার আগে মুখে গোলাপ জল মাখুন  এতে মুখমন্ডলের ত্বক নরম সতেজ থাকবে  চেষ্টা করুন মুখে তেল জমতে না দেওয়ার  সবসময় মুখ ধুয়ে ফেলা সম্ভব না হলে সঙ্গে তৈলাক্ত ত্বকের উপযোগী টিস্যু পেপার রাখুন মুখে ঘাম জমলে টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে নিন।এতে মুখ তুলনামূলক ভাবে কম তৈলাক্ত হবে

  লিখলেন ময়ুমী গুপ্ত