Header Ads

Breaking News

'আমরা সলমন খান হয়ে গিয়েছিলাম'


(Celeb কলমে লিখলেন এনা সাহা)
আমি ও আমার দুই বোন, একজন ক্লাস থ্রিতে পড়ে আরেকজন ক্লাস সেভেনে পড়ে।একদিন তিনজনের হঠাৎ কি মনে হল গান চালিয়ে নাচতে শুরু করলাম। তিন বোনের একটা রুমের মধ্যে থাকলে যা হয় আর কি। এ এটা বলছে, ও ওটা বলছে এই করতে করতে গানের উপর আমাদের তিনজনের খুব নাচতে ইচ্ছে করল। আমরা একটা বক্সার আর একটা স্পোর্টস টপ ও তার সাথে মোজা পরেছিলাম। ড্রেস শুনেই বুঝতে পারছ কতটা পাগলামি চলছিল। আমার ছোট বোন অবশ্য শুধু বক্সার পরেছিল। মজা করতে করতে তিনজনে মিলে জোরে 'গান্দি বাত' গানটা চালিয়ে উদ্দাম নাচছিলাম।

 আর এর মধ্যেই হঠাৎ করে মা ঢুকে পরে। আমাদের পোল ফাঁস হয়ে যায়। ক্যালানি বলে না, আমরা তিনজনে মিলে তখন মায়ের কাছে ক্যালানি খাই। প্রথম ক্যালানিটাই এসে পরে আমার বাট্টুতে। তখনি বুঝতে পারি মা এসে গিয়েছে। আমরা তখন কে কোনদিকে দৌড়াব বুঝে উঠতে পারছি না। মাও দেখি পাই পাই করে আমাদের পিছনে দৌড়াচ্ছে। মায়ের হাতে বেলন চাকি ছিল। সেটা দিয়ে তিনজনে ক্যালানি খাই। ঘরের অবস্থা জাতা হয়ে গিয়েছিল।একজন বিছানার উপরে, একজন স্টাডি টেবিলের উপরে, আরেকজন মাটিতে শুয়ে নাচছে। জামা কাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পরে রয়েছে। তখন আমরা সলমন খান হয়ে গিয়েছিলাম। নিজেদের গায়ের জামা তো খোলা যাবে না। তাই আলনা থেকে জামা নামিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাচছিলাম।এটা একটা সত্যি খুব মজার ঘটনা হয়েছিল। তবে এখন মজা লাগছে, সেসময় অবশ্য খুব রাগ হয়েছিল মায়ের উপর। এখন অবশ্য এটা নিয়ে খুব হাসাহাসি চলে। শেষবার সেদিনই মায়ের হাতে মার খেয়েছিলাম।