Header Ads

Breaking News

দ্বিতীয় সন্তান এল অনুষ্কা বিরাটের ঘরে


পুত্র সন্তান এল অনুষ্কা বিরাটের ঘরে। গত ১৫ই ফেব্রুয়ারি ছেলের জন্ম দিলেন অভিনেত্রী। ছেলের নাম রাখলেন অকায়। এদিন নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একথা জানান বিরাট-অনুষ্কা। "আমরা অনেক আন্দন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৫ই ফেব্রুয়ারি ভামিকার ভাই অকায় এই পৃথিবীতে আসে। এই মুহূর্তে আপনাদের সকলের আশীর্বাদ ও শুভকামনা চাইছি।"



No comments