দ্বিতীয় সন্তান এল অনুষ্কা বিরাটের ঘরে
পুত্র সন্তান এল অনুষ্কা বিরাটের ঘরে। গত ১৫ই ফেব্রুয়ারি ছেলের জন্ম দিলেন অভিনেত্রী। ছেলের নাম রাখলেন অকায়। এদিন নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একথা জানান বিরাট-অনুষ্কা। "আমরা অনেক আন্দন্দের সঙ্গে জানাচ্ছি যে, ১৫ই ফেব্রুয়ারি ভামিকার ভাই অকায় এই পৃথিবীতে আসে। এই মুহূর্তে আপনাদের সকলের আশীর্বাদ ও শুভকামনা চাইছি।"
No comments