Header Ads

Breaking News

মেয়ের জন্য অন্তরঙ্গ দৃশ্যে না অভিষেকেরবাবা হওয়ার পর জীবনে কি পরিবর্তন এসেছে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় অভিষেক বচ্চনকে। আট বছর আগে আরাধ্যা হওয়ার পর কাজের ক্ষেত্রে যে বেশ পরিবর্তন এসেছে তা অকপটে স্বীকার করলেন জুনিয়র বচ্চন। বলছেন, "একটা ব্যাপারে নিঃসন্দেহে চেঞ্জ এসেছে। কিছু ধরণের সিন্ করতে আমি এখন একদমই স্বাচ্ছন্দ্যবোধ করিনা। আমার মেয়ের দেখে খারাপ লাগতে পারে বা ওর মনে প্রশ্ন জাগতে পারে এমন ধরণের সিন্ আমি করবো না।" মানতেই হবে মেয়ের ভালো মন্দ নিয়ে এখন থেকেই বেশ সচেতন বাবা অভিষেক। 

No comments