Header Ads

Breaking News

মানুষের বিপদে পাশে থাকতে পারলে ভালো লাগে: বাসবদত্তা চ্যাটার্জী



মনে রাখার মতো পাওয়া উপদেশ যা তুমি এখনও মেনে চলো? 
জীবনে কোন কিছুর জন্য নিজের আদর্শ , মূল্যবোধ আর আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়। এটা সব সময় মেনে চলার চেষ্টা করি।

শ্যুটিং না থাকলে কীভাবে সময় কাটাও?
শ্যুটিং না থাকলে বাড়িতে বই পড়ি, গান শুনি ,আমার ছোট্ট বাগানের পরিচর্যা করি ,বন্ধুদের সঙ্গে আড্ডা মারি ,একদম নিজের মত করে, নিজের সঙ্গে সময় কাটাই।

সবথেকে বেশি স্যাটিসফেকশন কীসে পাও?
মানুষের বিপদে মানুষকে সাহায্য করতে পারলে, গাছপালার পরিচর্যা করে, মায়ের সঙ্গে সময় কাটাতে পারলে সবথেকে বেশি satisfied হতে পারি।এছাড়া আমি বহু বছর আগে বেলুড় মঠ থেকে দীক্ষা নিয়েছি গুরুদেবের নাম স্মরণ করতে পারলে বা পুজোর কোন কাজ করতে পারলে মনে অসম্ভব শান্তি পাই।

সেরা উপহার কী পেয়েছ?
কাজ দেখে মানুষ যখন ভালো বলেন, আমার সিনিয়র যারা আছেন তারা যখন আমার কাজের প্রশংসা করেন - তখন মনে হয় জীবনের সব থেকে বড় উপহার পেয়ে গিয়েছি।

 এমন কোনো তথ্য যা দর্শকরা তোমার সম্পর্কে এখনও জানেন না?
আমি ভীষণ পিটপিটে। পরিষ্কার-পরিচ্ছন্নতার ভীষণ বাতিক আছে।
 
ছবি- ফেসবুক

এমন কোনো ঘটনা যার জন্য আফসোস হয়?
মাথা গরম হলে রাগের মাথায় কখনো কাউকে আঘাত দিয়ে ফেললে সবথেকে বেশি আফসোস হয়।

তোমার Attention পাওয়ার জন্য একজনের কি গুণ বা স্বভাব থাকতে হবে?
Good Looking ,ভদ্র, বিনয়ী এবং ভালো বক্তা হতে হবে। মানে কোন বাজে বকবক করবে না - সুন্দর কথা বলতে পারবে এমন মানুষ।

 কোনো একটা অবাস্তব স্বপ্ন?
এমন কোনো স্বপ্ন দেখি না যেটা বাস্তব করতেই পারব না। রাতে ঘুমিয়ে দেখা স্বপ্নের থেকেও আমার কাছে সেই স্বপ্নের গুরুত্ব অনেক বেশি যে স্বপ্ন আমার রাতের ঘুম কেড়ে নেবে। যতক্ষন না সেই স্বপ্ন পূরণ করতে পারবো ততক্ষণ শান্তিতে ঘুমোতে পারব না।

 লকডাউনের Daily Routine?
ঘুম থেকে উঠে হালকা কোন এক্সারসাইজ তারপর চা করা, ঘর পরিষ্কার ,রান্না করা খাওয়া-দাওয়া বাড়ির কাজ শেষ করে একটু অবসরে সম্পূর্ণ নিজেকে সময় দেওয়া।

লকডাউন উঠে গেলে সবার আগে কোন কাজটা করবে?
প্রচুর কাজ আছে - বলে শেষ করা যাবে না।

No comments