Header Ads

Breaking News

একসঙ্গে সারা কার্তিকএকসঙ্গে জুটি বাঁধছেন সারা আলি খান ও কার্তিক আরিয়ান। ইমতিয়াজ আলির 'লাভ আজ কাল' ছবির সিক্যুয়েল-এ দেখা যাবে তাঁদের। এই প্রসঙ্গে কার্তিক বলেন, 'আমার প্রিয় পরিচালকদের মধ্যে ইমতিয়াজ অন্যতম। ভালো লাগছে যে অবশেষে ওর সঙ্গে কাজ করতে পারব।"
ছবির প্রধান ইউএসপি যে সারা-আরিয়ান তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে দুজনেই ইয়ং জেনারেশনের কাছে হার্টথ্রব। সম্প্রতি কফি উইথ করণে এসে কার্তিককে ভালোলাগার কথা জানান সারা। কার্তিকের মুখেও শোনা যায় একই কথা। এরপর থেকেই এদের দুজনকে নিয়ে একসঙ্গে ছবির জল্পনা শুরু হতে থাকে। অবশেষে সেই জল্পনা সত্যি হল। বড় পর্দায় তাদের কেমিস্ট্রি দেখার অপেক্ষায় দর্শকরা।

No comments