Header Ads

Breaking News

'২০০৬-এর পুজো সবসময় স্পেশ্যাল'- অর্জুন চক্রবর্তী

ছবি- অর্জুনের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে


ষষ্ঠী থেকে দশমী এবারের পুজোর প্ল্যান?
বাড়িতে নিজের পরিবারের সঙ্গেই পুজো কাটাব। সবাই মিলে খাওয়া দাওয়া, আড্ডা চলবে। এছাড়া ছবির প্রমোশন থাকবে, সেই নিয়েও ব্যস্ত থাকব।

কোনদিন কি আউটফিট পরবে?
অষ্টমীতে এথনিক। বাকি দিনগুলো ওয়েস্টার্ন পরতেই পছন্দ করি। খুব একটা পুজোর শপিং করা হয়না কখনো।

খাওয়া দাওয়ার কি প্ল্যান?
এই কদিন কোনো নিয়মের মধ্যে খাওয়া দাওয়া হয় না। প্রায় রোজই বাইরে থেকে খাওয়ার আনানো হয়।

পুজোর আড্ডা?
বেশিরভাগ সময় বাড়িতেই থাকি বা খুব কাছের কয়েকজন বন্ধুদের সঙ্গে দেখা করি। ঘুরে ঘুরে ঠাকুর দেখা খুব একটা হয় না।

সৃজার সঙ্গে পুজোর সেরা স্মৃতি?
প্রত্যেক পুজোই পরিবারের সঙ্গে স্পেশ্যাল। তবে সেরা স্মৃতি ২০০৬-এ ম্যাডক্স স্কোয়ারে দেখা করা। তখন সবেমাত্র আমাদের সম্পর্ক শুরু হয়েছিল। তাই ওই বছরটা খুব স্পেশ্যাল ছিল।

No comments