Header Ads

Breaking News

দেবের হাতে ক্লাসরুমের মিউজিক লঞ্চছবি- সাগ্নিক মজুমদার

শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল বাংলা ছায়াছবি 'ক্লাসরুম'- এর মিউজিক লঞ্চ। জয় রাম সিনে মিডিয়া প্রযোজিত এই ছবির মিউজিক লঞ্চ করলেন টলিউড সুপারস্টার দেব। এছাড়াও এদিন হাজির ছিলেন ছবির অন্যান্য কলাকুশলীরা। ছবিতে রয়েছেন সোহেল, কুয়াশা বিশ্বাস, বিহু মুখার্জি, খরাজ মুখার্জি, কৌশিক সেন, রুদ্রনীল ঘোষ, দেবরাজ মুখার্জি, সুপ্রিয় দত্ত প্রমুখ। 'ক্লাসরুম' ছবির মিউজিক দিয়েছেন দেব সেন। গানগুলো লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।

No comments