Header Ads

Breaking News

দেখা করলেন অক্ষয়ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী সোনালী বেন্দ্রে। খবরটা যেন বিশ্বাসই হচ্ছে না। এদিন ইনস্টাগ্রামে নিজের এই রোগের কথা জানান অভিনেত্রী নিজে। খবর শোনার পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোয় প্রচুর মেসেজ পাচ্ছেন এই বলি ডিভা। সকলেই তাঁর দ্রুত সেরে ওঠার কামনা করে মেসেজ করছেন। আপাতত নিউ ইয়র্কে চিকিৎসা চলছে অভিনেত্রীর। আর এই খবর পাওয়া মাত্রই নিউ ইয়র্কে তাঁর সঙ্গে দেখা করতে যান অভিনেতা অক্ষয় কুমার। 'আমি জানি সোনালী একজন ফাইটার। আশা করবো ভগবান ওকে তাড়াতাড়ি সুস্থ করে তুলবে,' বলেন অক্ষয়।

No comments