Header Ads

Breaking News

অনুষ্কার জন্মদিনে বিরাটের জয়


 প্রায় রোজই বরের খেলা দেখতে মাঠে হাজির হচ্ছেন অনুষ্কা। কিন্তু বেশিরভাগ দিনই হারের মুখ দেখতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে, তাই গ্যালারিতে বসে থাকা এই বলি অভিনেত্রীকে বেশ হতাশ লাগতো। কিন্তু জন্মদিনে বউকে সেরা গিফ্টটাই দিলেন বিরাট। পয়লা মে অনুষ্কার জন্মদিনে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল-এর আশা জিইয়ে রাখল বিরাটের আরসিবি। বলতেই হয় 'বার্থ ডে গিফট হো তো এয়সা'। সোশ্যাল মিডিয়ায় জন্মদিন সেলিব্রেশনের ছবিও শেয়ার করলেন মিস্টার অ্যান্ড মিস কোহলি।


No comments