Header Ads

Breaking News

মেয়ের সঙ্গে শাহিদ


শুটিং ছাড়া বাকি সময়টা মেয়ের সঙ্গেই কাটাতে পছন্দ করেন শাহিদ কাপুর। আর মেয়ের সঙ্গে খেলার প্রতিটা ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করেন তিনি। তা থেকেই বোঝা যায় এই নতুন দায়িত্ব কতটা উপভোগ করছেন। যেমন ইতিমধ্যেই ইন্টারনেটে ফেমাস হয়ে গিয়েছেন তৈমুর আলি খান পতৌদি, ঠিক তেমনভাবেই সকলের নজর কাড়ছেন শাহিদ কন্যা মিশা। বাবা শাহিদের সঙ্গে মিশার প্রতিটি ছবি এতটাই এডোরাবেল, যে তাতে বেশ মজেছেন বলিউড থেকে আমি জনতা সকলেই।

No comments