পরবর্তী ব্যোমকেশ যীশু?
'ব্যোমকেশ ফিরে এল'-এর সাফল্যের পর নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন পরিচালক অঞ্জন দত্ত। শোনা যাচ্ছে 'কহেন কবি কালিদাস' গল্পটি নিয়ে পরবর্তী ব্যোমকেশ ছবিটি করতে চলেছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে আবির চট্টোপাধ্যায়-এর পরিবর্তে কাকে দেখা যাবে এই গোয়েন্দা চরিত্রে ? এতদিন প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে ব্যোমকেশ চরিত্রের জন্য ভেবেছিলেন পরিচালক।
কিন্তু ছবি মুক্তির পর প্রিয়াংশু নয় বরং যীশু সেনগুপ্তকে এই চরিত্রের জন্য বেশি পছন্দ অঞ্জন দত্তর। সম্প্রতি শরদিন্দু বন্দোপাধ্যায়ের এই গোয়েন্দা চরিত্রের জন্য লুক টেস্ট করা হয় যীশুর। বলছেন ,'ব্যোমকেশ-এর জন্য লুক টেস্ট করেছি। তবে এখনি এর বেশি কিছু বলতে পারব না। ' তবে যীশু ছাড়াও ইন্দ্রাশীষ রায়, দেবসংকর হালদার, ঋষি কৌশিকের মতো অভিনেতাদের নাম ঘোরা ফেরা করছে প্রযোজকের মাথায়। তবে সূত্রের খবর অনুযায়ী এদের তুলনায় যীশুই ব্যোমকেশ চরিত্রের জন্য এই মুহুর্তে এগিয়ে রয়েছেন।