Header Ads

Breaking News

আসছে সানির ঘায়েল পার্ট টু

শুরু হল ঘায়েল পার্ট টু-ছবির শুটিং। ১৯৯০ সালের হিট ছবি ঘায়েল। মুখ্য চরিত্রে ছিলেন সানি দেওল। পার্ট টু-তেও থাকছেন সানি। তবে তাঁর বিপরীতে কোন হিরোইন থাকবেন তা এখনো খোলসা করে জানা যায়নি। 


সম্ভবত ছবিটির নাম হবে- 'ঘায়েল ওয়ানস এগেইন'। ছবিটির পরিচালনা ও নির্দেশনায় থাকছেন স্বয়ং ধর্মেন্দ্র পুত্র। আপাতত মুম্বই-এর ঘাটকপারে শুটিং-এ ব্যস্ত সানি।