কেঁচো খুঁড়তে কেউটে
ও এম জি।  কোথাকার জল যে
কোথায় গড়াচ্ছে তা একমুহূর্ত আগেও বোঝা দায়। আর
বড় বড় পরিবারের বড় ব্যাপার।  
 দেওয়ান পরিবার।  আভিজাত্যপূর্ণ ধনী এই খানদানের-ই মেয়ে অবন্তিকা দেওয়ানের একমাত্র সন্তান আদিত্য।  এমনটাই সকলে জানত। কিন্তু অবন্তিকার যে আর-ও এক সন্তান রয়েছে আয়ুষ - এই সত্য অনেকের-ই জানা ছিল না। এই
পরিবারের লাডলী বহু পন্খুরি ছিল বহুদিন ধরে নিখোঁজ। সেসময় এই আয়ুষ-ই তাকে নিরাপদে রেখেছিল।  অবশ্য  পন্খুরি  ও আয়ুষের সাক্ষাত ছিল সম্পূর্ণ কাকতালীয়। বর্তমানে আয়ুষ রয়েছে দেওয়ান ম্যানসন-এই। তার মানসিক অবস্থাও বিশেষ সুবিধার নয়। 
কিন্তু সত্যকে তো বেশিদিন চাপা দিয়ে রাখা যায় না।  তা তো চাই ছাই চাপা আগুন। নাহলে এতদিন পরে হঠাত এই সত্য সকলের সামনে আসবে কিভাবে ?
আয়ুষ অবন্তিকার ছেলে ও আদিত্যর ভাই।  কিন্তু সহোদর হলেও আয়ুষ ও আদিত্য এক পিতার সন্তান কি ? এই ব্যাপারে কিন্তু সন্দেহ থেকেই যায়।  কারণ হরিশ আয়ুষের পিতা কিনা এব্যাপারে কিন্তু ইতিমধ্যে-ই সন্দেহের ঢেউ খেলে গিয়েছে।  শুরু হয়ে গিয়েছে অবন্তিকার কাছে ব্লাঙ্ক কল আসা।  কেউ একজন ভয়
দেখাচ্ছে তাকে অতীতের সব রহস্য ফাঁস করে দেবে।  আর আশ্চর্যের ব্যাপার এই যে আয়ুষ যদি হরিশের-ই সন্তান হবে তাহলে অবন্তিকার বাবা কেন তাকে অন্যত্র সরিয়ে দেবেন !
কি হতে চলেছে এবার ? আয়ুষ-কে কি দেওয়ান পরিবার মেনে নেবে ? আয়ুষ নিজে কি এই সত্য মেনে নিতে পারবে ? সেটাই এখন দেখার বিষয়।     
 

 
No comments