Header Ads

Breaking News

সুমিতের কামব্যাক


'কিউ কি সাস ভি কভি বহু থি'- –'গমজি'-কে মনে পরে ?   সেই বখাটে ছেলেটা পরে জানা গিয়েছিল সেই   ভিরানি  পরিবারের বড় ছেলে গৌতম ভিরানি গমজির ভূমিকায় সুমিত সাচদেব ছিলেন এককথায় অনবদ্য  তারপর থেকে দু একটা ছুটকো ছটকা চরিত্র ছাড়া তাঁকে বড় একটা দেখা যায় নি সুমিত হয়তো জগত ছাড়লেন এমনটাই অনেকে ভেবেছিলেন কিন্তু সমস্ত জল্পনা কল্পনা কে ধুলিসাৎ করে দিয়ে অবশেষে রাজকীয় কামব্যাক ঘটল তাঁর  একটি বেসরকারী চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ' ইয়ে হ্যায়ে মহব্বতে ' -তে নায়িকা ইশিতার  বন্ধু অভিমন্যু- চরিত্রে দেখা যাবে সুমিতকে এই চরিত্রে কাজের সুযোগ পেয়ে দারুন খুশি সুমিত  বালাজি টেলিফিল্মস সুমিতের কাছে এককথায় সুইট হোম নিজের চরিত্র সম্পর্কে খুব বেশি কিছু না বললেও অভিমন্যু যে রমন-ইশিতার লাইফ- আনতে চলেছে নয়া মোড়, তার ইঙ্গিত মিলেছে এই অভিনেতার কথায়  

        লিখলেন ময়ুমী গুপ্ত

No comments