Header Ads

Breaking News

সংক্ষিপ্ত

!! সংক্ষিপ্ত !! 
                                   -ভাস্কর দাস 



 বৃষ্টি ধোয়া একটা বিকেলবেলা
গোধুলির আলো প্রায় শেষ
হয়ত একটু পরেই অন্ধকার 
নামবে, অন্ধকারে ঢেকে যাবে 
 গোটা শহর-টা,আমার শহর .. 
 শহর কলকাতা.. শহর দেখেছে
 মিছিলের কলরব, শহর শুনেছে .. 
অনেক গানের সুর!! 
কোথাও যেন একটা ছবি 
আঁকা হয়ে যায়.. 
হয়তো.. যে রাত জাগা 
 চোখ গুলো.. যে
 হার মানতে না শেখা 
 দৃপ্ত চোয়াল গুলো .. 
কোথাও যেন মিলেমিশে 
একাকার হয়ে যায়.... 
আর শহর-টা নির্বাক 
নিশ্চুপ.. শহর 
বিপ্লবের কথা বলে
বলে স্বপ্ন দেখার কথা-- 
ভালবাসার.. হয়তো বা আমিও!! 
মোড়ের মাথায় টিম টিম 
করে জ্বলে ওঠা আলো গুলো
কে জানে কোনো এক নতুন 
গল্পের জন্ম দেয়... 
গল্প শোনায় নতুন 
কোনো এক স্বপ্নের!! 
দুরে কোথাও..স্লোগান ওঠে
লাঠির মুখে গানের সুর 
পাশে আছি....যাদবপুর... 
কি জানি, হয়ত সত্যি- আছি .. 
আছি তোর পাশেও .. 
কিন্তু তুই??জানি না!! 
শেষ বর্ষা বৃষ্টি ... 
ভেজা ঘাসের আগায় .. 
একমুঠো শিশিরে শিউলি 
মাখামাখি সব..... 
কখন যেন রাত পেরিয়ে 
ভোর হয়ে আসে..রাত বাতি 
গুলো সারা রাত শেষে ক্লান্ত 
তখন..আরেক বার নতুন করে 
যেন বাঁচতে ইচ্ছে করে 
একটা শান্ত সুন্দর সকাল
ঘুম ভাঙ্গা চোখে দুরে থেকে 
ভেসে আসা মহালয়া গান .. 
মন-টা একটু খারাপ হয়ে 
আসে.. জনারন্ন্যে ভরা 
এই শহর-টায় কে জানে 
তোকে কোথায় খুঁজবো
আদৌ কি খুঁজে পাব??তবু 
চোখ রাখি ওই মিছিলে 
পায়ে পায়ে হেঁটে.. 
চলে যাই আরো অনেক-টা দূর 
খুঁজে চলি কোনো 
এক পরিচিত মুখ .. 
শুনতে পাই .. আবার 
কোথাও একটু গর্জে 
উঠলো আকাশ .. 
হয়তো বৃষ্টি নামবে.. 
হয়তো সবটাই মনের ভুল 
কিংবা অচেতন অলীক সুখ 
সত্যি শুধু মিছিল-টা.. 
সত্যি সুধু স্লোগান-টা.. 
লাঠির মুখে গানের সুর 
পাশে আছি ..........

No comments