চলো হারাই সুরের দেশে
সুরের
দেশই তো বটে। উলফগ্যাং আমাদিয়াস মোজার্ট যাকে আমরা শুধু মোজার্ট নামেই চিনি, তারই জন্ম এ শহরে। নাম তার সালজবার্গ । জার্মানির দক্ষিণ পূর্ব প্রান্তে একটি ছোট্ট দেশ অস্ট্রিয়া, ও তারই একটি ছবির মত সুন্দর শহর সালজবার্গ। সালজ মানে সল্ট আর বার্গ মানে ক্যাসেল। সালজাচ নদীর ধারে, রূপসী আল্পসে ঘেরা সালজবার্গে আসলেই দেখা যাবে এই দুর্গ। যে শহর এক ঝলক দেখলেই মন ভরে যায় তাকে ঘুরে দেখাও খুব সহজ। সেন্ট্রাল ট্রেন স্টেশন থেকেই পাওয়া যাবে সালজবার্গের ম্যাপ আর সালজবার্গ কার্ড, যা দিয়ে দেখে ফেলা যাবে দর্শনীয় সব জায়গা যেমন এই সল্ট ক্যাসেল, মোজার্টের জন্মস্থান, মিউজিয়াম, চার্চ (কার্ড লাগবেনা), সালজাচ নদীতে ক্রুজ সফর ও আরো অনেক কিছু। এই কার্ডেই উঠে পড়তে পারবেন ট্রেন কিংবা বাসে। এখানকার ভাষা কিন্তু জার্মান এবং এখানকার লোকজনও জার্মানদের মতোই নিয়মনিষ্ঠ। শান্ত, স্নিগ্ধ এই শহরের কোনায় কোনায় পাওয়া যাবে মোজার্টের সুরের ছোয়া। চোখ ভরে, মন ভরে, ঘুরে আসা যেতেই পারে এই শহর। আর এখানে গেলে অবশ্যয়ই কিনতে হবে মোজার্টের চকোলেট যা সালজবার্গের বিশেষত্ব।
লিখলেন
বনি রায়চৌধুরী
No comments